সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

সিরাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সিফাত রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে শহরের বাহিরগোলা রোডের পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল-মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক নূর-ই-এলাহী জাগো নিউজকে জানান, সিফাত রহমান অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার এ মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: গৃহবধূকে চাপা দিয়ে হত্যা, চোরচক্রকে খুঁজছে ডিবি
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে পাঠশালা স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত মারা যায়। পুলিশ পৌঁছার আগেই অটোরিকশাটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এম এ মালেক/জেএস/জেআইএম