১০ বছর আগেই কাগজপত্রের মেয়াদ শেষ হিরো আলমকে দেওয়া উপহারের গাড়ির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে দেওয়া উপহারের গাড়ির কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে ১০ বছর আগেই। ইঞ্জিন-বডির ফিটনেসও নেই। গাড়ির কন্ডিশনও ভালো নয়। এখন গাড়ির কাগজপত্র আপডেট করতে প্রয়োজন (৮ ফেব্রুয়ারি পর্যন্ত) চার লাখ ৩০ হাজার টাকা। প্রতি মাসেই এ অঙ্ক বাড়তে থাকবে।

এ বিষয়ে গাড়িটির উপহারদাতা শিক্ষক মাওলানা এম মুখলিছুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমার যেমন আছে তেমন গাড়িই দিয়েছি। আমারতো নতুন কোনো গাড়ি নেই। তবে এটির কাগজপত্র আপডেট করতে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা লাগতে পারে। মেরামতে কত লাগবে তা নিশ্চিত নই। তবে এটি আমি নিয়মিত চালিয়েছি।’

আরও পড়ুন: উপহারের গাড়ি নিতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম

কাগজপত্র ছাড়া তিনি (হিরো আলম) কীভাবে গাড়ি চালাবেন তা জানতে চাইলে মুখলিছুর রহমান বলেন, ‘সেটি আমি কীভাবে বলবো। কৌশল করে চালিয়ে নেবেন। ২০১৮ সালে কাগজ ফেল (কাগজপত্র নেই) অবস্থায়ই সাড়ে ৫ লাখ টাকায় গাড়িটি কিনেছি। গাড়িটি মূলত ২০১৩ সাল থেকে কাগজ ফেল।’

২০১৩ সাল থেকে গাড়িটির কাগজপত্র আপডেট করা নেই বলে জানান হবিগঞ্জ বিআরটিএর ইন্সপেক্টর হাফিজুল ইসলাম।

তিনি জাগো নিউজকে বলেন, ‘বুধবার পর্যন্ত কাগজপত্র আপডেট করতে চার লাখ ২৯ হাজার ৯৯২ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রতি বছর আয়কর ৩০ হাজার টাকা। এছাড়া ফিটনেস, ট্যাক্স টোকেন, ডিজিটাল নম্বর প্লেট, ডিজিটাল রেজিস্ট্রেশন, আয়কর, কন্ট্রিবিউশন অব অ্যাসিস্ট্যান্স ফান্ডের টাকা। সবশেষ রয়েছে জরিমানা। প্রতিমাসে এগুলো বাড়তে থাকবে।’

আরও পড়ুন: উপহারের মাইক্রোবাস অ্যাম্বুলেন্স হিসেবে দান করলেন হিরো আলম

এ বিষয়ে হিরো আলম একটি সংবাদমাধ্যমকে বলেন, গাড়িটি গ্রহণের আগে ফিটনেসের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিআরটিএর বকেয়া পাওনার বিষয়ে তিনি জানতেন না। পরে গাড়ির কাগজপত্র যাচাই করতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন।

সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা শিক্ষক মাওলানা এম মুখলিছুর রহমান নিজের ব্যবহৃত একটি গাড়ি হিরো আলমকে উপহার দেওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির হন হিরো আলম। ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ।

সবার উপস্থিতিতে গাড়িটির চাবি ও কাগজপত্র হিরো আলমের কাছে হস্তান্তর করেন মুখলিছুর রহমান। এসময় হিরো আলম গাড়িটি অ্যাম্বুলেন্স বানানোর ঘোষণা দেন। তিনি বলেন, গাড়িটি অসহায় রোগী ও লাশ বহনের জন্য দান করে দেবেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।