ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে জানান, শামীম মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা চলমান রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস