খাগড়াছড়িতে ডিসির কম্বল বিতরণ

খাগড়াছড়িতে দুর্গম জনপদের ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সহিদুজ্জামান।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সাতমাইল ও আটমাইল এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
আটমাইল এলাকার বাসিন্দা মনো বিকাশ ত্রিপুরা বলেন, এ কম্বল আমাকে শীতে ভালো রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ত্রাণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস