যমজ বোনের ‘যমজ’ রেজাল্ট!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
আয়শা আক্তার জেরিন ও কানিজ ফাতেমা জেরিফা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচএসসি পরীক্ষায় যমজ বোন আয়শা আক্তার জেরিন ও কানিজ ফাতেমা জেরিফা জিপিএ-৫ পেয়েছেন। দুজনই বিজ্ঞান বিভাগ থেকে এ কৃতিত্ব অর্জন করেছেন।

গতকাল ফল প্রকাশের পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তারা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেরিন ও জেরিফা উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ব্যবসায়ী কাইয়ুম হোসেন জুয়েল ও রুমা পারভীন দম্পতির মেয়ে। এর আগে এসএসসিতেও তারা জিপিএ-৫ পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে দুজনেই জিপিএ-৫ পাওয়ায় ভীষণ খুশি তারা। খুশি তাদের পরিবারও।

জেরিন ও জেরিফার প্রতিবেশী ডা. সুকুমার সুর রায় জাগো নিউজকে বলেন, চোখের সামনে ওরা বড় হয়েছে। ওদের স্বভাব চরিত্র, আচার-আচরণ, সৌজন্যবোধ অনুকরণীয়। ওদের ভালো ফলাফলে আমরা আনন্দিত। ওদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

Jomoj-2.jpg

উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, যমজ দুই বোনের অদ্ভুত মিল। কথাবার্তা, চালচলন, ক্লাসে বসা, প্রশ্নের উত্তর দেওয়া সবই একই রকম। জেরিন ও জেরিফা আমাদের কলেজের গর্ব।

এ প্রসঙ্গে কৃতি দুই যমজ মেয়ের বাবা কাইয়ুম হোসেন জুয়েল জাগো নিউজকে বলেন, দুই মেয়ের এমন ফলাফলে বাবা হিসেবে আমি গর্বিত। সেইসঙ্গে প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও কলেজের শিক্ষকরা আনন্দ প্রকাশ করেছেন।

জেরিন ও জেরিফা চিকিৎসক হওয়ার স্বপ্নে বর্তমানে রাজশাহীতে মেডিকেল কোচিং করছেন বলেও জানান তিনি।

এম এ মালেক/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।