এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেলেন বাবাহারা যমজ ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
যমজ ভাই রূপম মাহমুদ ও রিদম মাহমুদ

এবার এইচএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যমজ ভাই পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিরাজুল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রূপম মাহমুদ ও রিদম মাহমুদ দুই ভাই। তারা এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন।

রূপম ও রিদম উপজেলার ভূঞাগাঁতী এলাকার আব্দুল মালেক সরদার ও আমিনা খাতুন দম্পতির ছেলে। এসএসসি ও জেএসসি পরীক্ষায় গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন তারা। পড়াশোনার পাশাপাশি কবিতা লেখা আর ক্রিকেট খেলা তাদের প্রিয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের আগস্ট মাসে মারা যান বাবা আব্দুল মালেক সরদার।

যমজ ভাই রূপম ও রিদম বলেন, আনন্দের এ দিনে বাবার কথা খুব মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল আমাদের চিকিৎসক বানাবেন। তার স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি আমরা। মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছি।

তাদের মা আমিনা খাতুন বলেন, স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখছি। ওরা মানুষ হলে স্বামীর রেখে যাওয়া স্বপ্ন পূরণ করতে পারবো।

এম এ মালেক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।