এইচএসসি

দুই মেয়ের ফেলের খবরে প্রাণ গেলো বাবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় দুই মেয়ের ফেল করার খবর শুনে আব্দুল গফফার (৫৪) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তার দাফন হয়েছে। গফফার দলদলিয়া দাখিল বালিকা মাদরাসার শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীরা জানান, বুধবার সকালে দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহা বন্ধ গ্রামের গফফারের দুই মেয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে বিদ্যালয়ে যান। দুই বোনই ফেল করেছেন বলে জানেন। তারা বাড়িতে এলে কান্না শুরু করে দেন। তাদের বাবা শিক্ষক গফফার ফেল করার কথা জানতে পেরে চিন্তায় অস্থির হয়ে পড়েন। বিলাপ করতে করতে হঠাৎ তিনি মেঝেতে পড়ে যান। এর কিছু সময় পর তিনি মারা যান। স্থানীয় চিকিৎসকরা জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষক গফফার দীর্ঘদিন যাবত হার্টের রোগে ভুগছিলেন। কাল তার দুই মেয়ের ফেলের খবর শুনে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।