প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়ায় স্থাপিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, কবিতা, গান, অভিনয়, যেমন খুশি তেমন সাজ পরিবেশন করেন। দুপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়]

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মুবিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (প্রাণ) জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (আরএফএল) জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল ইঞ্জিনিয়ার শেখ জালাল।

পুরস্কার বিতরণ শেষে বর্ষসেরা শিক্ষার্থী হিসেবে স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাফিসা শারমিন ফাইজা ও ১০ম শ্রেণির ছাত্রী নাজমিন ভূঁইয়াকে পুরস্কৃত করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।


কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।