দু’জনের এক মাছের দাম করা নিয়ে সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাছ কেনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার পুকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার মীরাকান্দা গ্রামের ফারুক মীর স্থানীয় পুকুরিয়া বাজারে বাজার করতে যান। মাছ বাজারে এক জেলের সঙ্গে মাছের দাম করেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা পুকুরিয়া গ্রামের করিম মাতুব্বরও ওই মাছের দাম বলে দাঁড়িয়ে ছিলেন।

jagonews24

ফারুক মীর একই মাছের দাম করায় ক্ষিপ্ত হন করিম মাতুব্বর। তর্কাতর্কির এক পর্যায়ে ফারুক মীরকে থাপ্পড় মারেন করিম মাতুব্বরের ছেলে সুলতান মাতুব্বর। তাৎক্ষণিক নাজিরপুর গ্রামের কয়েকজন মাংস ব্যবসায়ী ফারুক মীরের পক্ষ নিয়ে করিম মাতুব্বরের ছেলে সুলতান মাতুব্বরকে বেধড়ক মারধর করে আহত করেন।

এ খবর ছড়িয়ে পড়লে পুকুরিয়া, নাজিরপুর ও মীরাকান্দা গ্রামের লোকজন ২ ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

jagonews24

সংঘর্ষে আহতদের ভাঙ্গা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সুলতান মাতুব্বর নামে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে সংঘর্ষে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মাছ কেনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ থেকে ২৫ জনের মতো আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এন কে বি নয়ন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।