স্কচটেপ মোড়ানো ১০ সোনার বার রেখে পালালেন কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্ত থেকে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরদারপাড়া থেকে বারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নকল সোনার বার দিয়ে প্রতারণার চেষ্টা, প্রতারক আটক 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মুন্সিপুর গ্রামের সরদারপাড়া দিয়ে একজন চোরাকারবারি ভারতে সোনার বার পাচারের জন্য আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি তিনটি প্যাকেট পেলে পালিয়ে যান। পরে স্কচটেপ মোড়ানো প্যাকেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।