কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নিশাত ছাড়া অন্য নেতাকর্মীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈযদ মেহেদী আহমেদ রুমী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেফতার করেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আল-মামুন সাগর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।