বাস-ট্রাক্টর–ইজিবাইক সংঘর্ষ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া নামক এলাকায় বাস, ট্রাক্টর (কাকড়া) ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২)। তিনি ট্রাক্টরের হেলপার ছিলেন। অপরজন একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ও ইজিবাইকের যাত্রী ছিলেন।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি সদস্য সোহেল মিয়া জানান, উপজেলার মাঝিপাড়া রেজাউলের বাড়ির সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রীমি পরিবহন ও গাইবান্ধা হতে পলাশবাড়ী মুখি ট্রাক্টর (কাকড়া) ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের পলাশবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।