গড়াইয়ের পাড় থেকে রাসেল ভাইপারের বাচ্চা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
নদীপাড় থেকে রাসেল ভাইপারের বাচ্চা উদ্ধার করা হয়

কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো আসরাফুজ্জামান নামে এক পুলিশ সদস্য বন বিভাগ ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনকে (বিবিসিএফ) খবর দেয়। বিকেলে বন বিভাগ কুষ্টিয়া ও বিবিসিএফ’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির জাগো নিউজকে বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, রাতে নিরাপদ স্থানে বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে।

আল মামুন সাগর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।