খাটের নিচ মিললো নারীর অর্ধগলিত মরদেহ
ফরিদপুরে বাসার খাটের নিচ থেকে ঝুমা আক্তার (৩৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঝুমা আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ কন্সেটেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে।
আরও পড়ুন: বান্দরবানে অর্ধগলিত মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল আহাদ তালুকদার মারা যান। মা ও দুই মেয়ে নিয়ে নিজেদের এ বাসাতে বসবাস করতেন ঝুমা আক্তার। তার ছোট ভাই ওয়াশিবুল তালুকদার (২৮) চট্টগ্রামের পাটগাছাতে পুলিশের চাকরি করলেও নিয়মিত বাড়িতে আসেন না।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ঘর থেকে মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খরব দেন। চার চালা টিনের ঘরের একটি খাটের নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তারকে (২৭) আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম