ফরিদপুরে চীনা কারখানায় ডাকাতি, আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়ায় চীনা নাগরিকদের চারকোল কারখানায় ডাকাতির মামলায় ৬ আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহার করা প্রাইভেটকার, আগ্নেয়াস্ত্র ও ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মানিক শেখের ছেলে মো. নিজাম শেখ (৩৮), যশোরের বেনাপোলের দুর্গাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল মিরাজ (২৮), ভবেরবেড় পশ্চিম পাড়া মিন্টু মিয়ার ছেলে সজীব শেখ (২৬), গাজীপুর গ্রামের মৃত ইলিয়াস খাঁর ছেলে মো. রাজু খাঁ (৩০), বেনাপলের ইমরান হোসেন (৩৮) ও লিটন কুমার সরকার (৩৬)।

রোববার (১২ ফেরুয়ারি) বিকেলে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম। এর আগে শনিবার আসামিদের বিভিন্ন স্থান থেকে আটক করে মধুখালী থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম জানান, আসামিরা পরিকল্পনা করে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘলিয়া চীনা নাগরিকদের একটি চারকোল কারখানার পাশে তাদের প্রাইভেটকারটি রাখেন। এরপর আগ্নেয়াস্ত্র, চাইনিচ কুড়াল, ছোরা নিয়ে কারখানায় প্রবেশ করেন তারা। পরে কারখানার পরিচালক ও চীনা নাগরিকদের ভয়ভীতি দেখিয়ে তিন লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন। ডাকাত দলের সদস্যরা কারখানার পরিচালকের স্ত্রীকে মারপিট করে তার সঙ্গে থাকা সোনার ব্রেসলেট, মালা, চেইন জোর করে ছিনিয়ে নেন।

আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে নিজাম শেখ, আব্দুল্লাহ আল মিরাজ, সজিব শেখ ও রাজু খাঁ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

এন কে বি নয়ন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।