ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরে স্ত্রী হত্যায় সুমন শেখ (৩৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

সুমন শেখ রাজবাড়ীর বিনোদপুর নিউ কলোনির বাসিন্দা মো. আব্দুল আজিজ শেখের ছেলে। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মামলা সূত্রে জানা গেছে, সুমন শেখের সঙ্গে রাজবাড়ীর ছোট নূরপুর লোকশেড এলাকার বাসিন্দা মৃত মোমিন শেখের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। সুমনা (১৩) ও আপন (৯) নামে তাদের দুটি সন্তান রয়েছে। ফরিদপুর শহরের চরকমলাপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। ২০১৮ সালের ১৬ আগস্ট ওই বাসা থেকে মমতাজের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

অভিযোগ করা হয়, সুমন শেখ মাদকাসক্ত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার দেড় বছর সাজাও হয়। এসময়ে স্ত্রী মমতাজ বেগম তাকে তালাক দিয়ে বিজয় নামে অপর একজনকে বিয়ে করেন। পরে সুমন জেল থেকে বের হলে বিজয়কে হুমকি-ধমকি দিলে তিনি পালিয়ে যান। পরে আবার সুমনের সঙ্গে মমতাজের বিয়ে হয়। এরপর মমতাজকে শ্বাসরোধ করে হত্যার পর ওই বাসায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে সুমন।

আরও পড়ুন: যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রায়ে আদালত উল্লেখ করেন, আসামি তার স্ত্রীকে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। হত্যাকাণ্ডের ধরণ ও ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় আসামির প্রতি বিন্দুমাত্র অনুকম্পা প্রদর্শনের অবকাশ নেই।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নবাবউদ্দিন মৃধা জাগো নিউজকে বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে৷ রায়ে আমরা সন্তুষ্ট।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।