সিরাজগঞ্জে সুদের টাকা কেড়ে নিলো ব্যবসায়ীর প্রাণ
সিরাজগঞ্জে সুদের টাকা চাওয়ায় ইউসুফ আলী (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর হত্যাকারী মমিনুল ইসলাম পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌরসভার চক কোবদাসপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই মহল্লার ঘুতু শেখের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসার পাশাপাশি সুদ কারবারে লিপ্ত ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহত ইউসুফ আলী ও মমিনুল ইসলাম একই মহল্লার বাসিন্দা। কয়েক মাস আগে ইউসুফ মমিনুলকে সুদের ওপর টাকা দিয়েছিল। এ নিয়ে
রাতে সুদের টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে কুপিয়ে আহত করে মমিনুল।
স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। এরপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এমএমালেক/এমআরএম