৩ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

তিনদিনের সরকারি সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাডে পৌঁছান তিনি।

এসময় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

মিঠামইনে পৌঁছার পর বিকেল সোয়া ৩টায় জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় গার্ড অব অনার প্রদান করা হয় রাষ্ট্রপতিকে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।