কিশোরগঞ্জে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামীলীগের সদস্য ছোয়াব মিয়া মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমদসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ১১ ফেব্রুয়ারি বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতি কালে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় তারা ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের ১৫ জন আহত হন। পরে পুলিশ পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত ককটেল, বেশ কিছু ইট-পাথরের টুকরো, লাঠি জব্দ করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান বলেন, আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে চার লাখ ২০ হাজার টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।