নেত্রকোনা ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পাপ্পু মজুমদার (৩৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের ইস্পিঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু মজুমদার নেত্রকোনা শহরের পাটপট্টি এলাকার বাসিন্দা স্বপন মজুমদারের ছেলে। তিনি ৭১ বাংলা অনলাইন টিভি ও দৃক নিউজের নেত্রকোনা প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ছয় বছরের মেয়ে প্রথমা মজুমদারকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাসা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন পাপ্পু মজুমদার। সেখানে তার স্ত্রী পূর্ণিমা মজুমদার বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতিতে চাকরি করেন। বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার ইস্পিঞ্জাপুর এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেল থেকে নেমে মেয়েকে একটি চায়ের দোকানে বসান। পরে পাশে থাকা রেললাইনে দাঁড়িয়ে কানে ইয়ারফোন দিয়ে কথা বলতে থাকেন।

এসময় মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া কম্পিউটার ট্রেনে তিনি মাথায় ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনসহ থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কামাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।