বইয়ের প্রচ্ছদে বাড়ির দেওয়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বইয়ের প্রতি ভালোবাসা থেকে নিজের বাড়ির বিশাল দেওয়াল দেশি-বিদেশি বিখ্যাত সব বইয়ের প্রচ্ছদের আদলে সাজিয়েছেন। ছবি দেখলে মনে হবে, এটি কোনো বাড়ির দেওয়াল নয়, কোনো একটি লাইব্রেরির বইয়ের তাক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কালেখাঁর ভান্ডা গ্রামে গিয়ে দেখা মিলেছে এমনই একটি বাড়ির। যে বাড়িটি তৈরি করেছেন রাকিব ভূঁইয়া নামে এক তরুণ। তিনি বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী। তার বাবা শামছুল হক ভূঁইয়া একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মানুষ ছিলেন।

রাকিব ভূঁইয়া জাগো নিউজকে জানান, বইয়ের আদলে বাড়ি তৈরির এই আইডিয়াটা এসেছে ২০১৫ সালের জাতীয় বইমেলা থেকে। সেবছর বইমেলায় গিয়ে একটি প্রকাশনীর স্টল দেখে, বাড়ি তৈরির এ পরিকল্পনা মাথায় আসে। যার পরিপ্রেক্ষিতে বাড়িটি তৈরি করেন। রাকিব ভূঁইয়ার ছয় ভাইবোনের মধ্যে সবাই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত। তাদের মধ্যে এক ভাইয়ের লেখালেখির অভ্যাসও আছে, বেশকিছু বইও প্রকাশ হয়েছে।

তিনি জানান, বাড়ি তৈরির কাজ এখনো শেষ হয়নি। তবে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এরইমধ্যে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে এটির নকশা ও নির্মাণে। ঢাকার একজন প্রকৌশলীর সঙ্গে তার বাড়ি তৈরির আইডিয়া শেয়ার করে বাড়িটি তৈরির ভরসা পান। এর পর গ্রাফিক্সে বাড়ির দেওয়ালের ডিজাইন করেন তিনি নিজেই এবং সেখানে কোন কোন বইয়ের নাম স্থান পাবে এটাও সিলেকশন করেন নিজে।

সেই সিলেকশনে স্থান পায় বঙ্গবন্ধুর আত্মজীবনী, পথের পাঁচালী, মেঘনাদবধ কাব্য, নরওয়েজিয়ান উড, দ্য কাইট রানার, একাত্তরের দিনগুলি, গীতাঞ্জলি, অগ্নিবীণার মতো দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত সব বই। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে আসছেন বাড়িটি দেখতে ও বাড়ির দেওয়ালের সঙ্গে ক্যামেরাবন্দি হতে।

স্থানীয় গুণীজনরা বলছেন, বর্তমান সময়ে যখন মানুষ বই বিমুখ হয়ে পড়েছে, সেখানে এক তরুণের বইয়ের প্রতি এমন ভালোবাসার বহিঃপ্রকাশ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।