লালমনিরহাটে কম্বল পেলেন দুই শতাধিক অসহায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

লালমনিরহাটের আদিতমারীতে দুই শতাধিক অসহায়ের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদিতমারী থানা চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল ইসলাম, ওসি তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল নিতে আসা জাহানারা বেওয়া বলেন, কম্বলটা পেয়ে হামার ভালো উপকার হইল। এতদিন ঠান্ডায় কষ্ট করে আসিন। এলা আর ঠান্ডা লাগবে না।

আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি উপজেলায় কম্বল বিতরণের অংশ হিসেবে আদিতমারির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পুলিশ সুপার নিজের হাতে এসব কম্বল বিতরণ করেন।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।