বাস উল্টে নিহত ৪

তিনজনের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে বাস উল্টে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুল হামিদের পুত্র নাদিম হোসেন (৩৫), চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারের কোনা গ্রামের আব্দুস সালামের পুত্র এনজিওকর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)। অন্যজন এখনো অজ্ঞাত (৩৫)।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের বাগানবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

আরও পড়ুন: হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪, বহু হতাহতের শঙ্কা

বাহুবল মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসটি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথে মহাসড়কের বাগানবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২০-২৫ জন। আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান একজন।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমের তৎপরতায় রাত ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।