আড্ডা দিতে বের হয়ে লাশ হলেন তরুণ
ফাইল ছবি
কিশোরগঞ্জের কানিকাটা এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাকিন আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে আসে।
নিহতের মামাতো ভাই নিশান ইসলাম জানান, শাকিন নানাবাড়ি থেকে শহরের গুরুদয়াল সরকারি কলেজে লেখাপড়া করতেন। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সকালে আড্ডা দিতে বের হয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর/এএসএম