বিষাক্ত জেলি পুশ করা ৩ হাজার কেজি চিংড়ি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ২০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে ফতুল্লার পাগলা এলাকার কোস্টগার্ডের একটি টিম।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।

কোস্টগার্ড সূত্র জানায়, সকালে নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে নরসিংদী ও সিলেটগামী দুটি ট্রাক তল্লাশি করে আনুমানিক তিন হাজার ২০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা খন্দকার মুনিফ তকি জানান, ঘটনাস্থলে মালিককে খুঁজে পাওয়া যায়নি। যে কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জেলি পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।