মাদক কারবারিদের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১০ বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের দুপক্ষের সংঘর্ষে মঞ্জু মন্ডল (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঞ্জু মন্ডল উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।

এদিকে তার মৃত্যুর খবরে রোববার সন্ধ্যায় বিলগাথুয়া গ্রামে ১০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গরু-ছাগলসহ ঘরের মূল্যবান আসবাবপত্র লুটপাট করা হয়।

jagonews24

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে বিলগাথুয়া গ্রামে দুদল মাদক কারবারির সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণে আহত মঞ্জু মন্ডল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তৌহিদুল মালিথা, মহিদুল মালিথা, আশরাফুল ইসলাম মালিথা ও চাঁদ আলী মালিথাসহ ১০ বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষ। এ সময় ওইসব বাড়িতে থাকা গরু, ছাগল ও ঘরের মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জাগো নিউজকে বলেন, শুক্রবার বিলগাথুয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভোট, আধিপত্য বিস্তার, মাদক কারবার ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত মঞ্জু রোববার বিকেলে মারা গেছে।

চেয়ারম্যান আরও বলেন, এ নিয়ে থানায় মামলা হয়েছে। আসামি পক্ষের লোকজন পলাতক আছেন। মঞ্জু মারা যাওয়ায় বাদী পক্ষের লোকজন আসামিপক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেন এবং লুটপাট করেন। উভয়পক্ষ মাদক কারবারের সঙ্গে জড়িত।

jagonews24

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনা থানায় একটি মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। অন্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া ঈদগাহ মাঠে মাদক কারবারি সেন্টু তার লোকজন নিয়ে স্থানীয় ঈদগাহ মাঠে অবস্থান করছিলেন। এ সময় মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আরেক মাদক কারবারি আকিদুলের নেতৃত্বে লালন, সেন্টু, ঝন্টু ও মিন্টুসহ ১০-১২ জন সশস্ত্র অবস্থায় সেন্টুর লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে মাদক কারবারি সেন্টু পক্ষের রাজিব, মঞ্জু, মিলন ও কাবের আহত হন। এদের মধ্যে মঞ্জুর মারা গেছেন।


আল-মামুন সাগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।