কুষ্টিয়া
শ্রদ্ধা নিবেদনে গিয়ে শহীদ মিনারে হট্টগোল
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হট্টগোলের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম সরোয়ার জাহান বাদশার সমর্থক ও একই আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরীর সমর্থকদের মধ্যে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ফুল দেওয়ার জন্য বর্তমান এমপির নাম ঘোষণা করা হয়। এসময় নাম ঘোষণা না করায় সাবেক এমপির সমর্থকরা অনুষ্ঠানের সঞ্চালকের ওপর চড়াও হন। এতে শহীদ মিনার প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সিরিয়াল নিয়ে বর্তমান এমপি ও সাবেক এমপির সমর্থকদের মধ্যে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় পরে আর তেমন কিছু হয়নি।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বর্তমান এমপি আ. ক. ম সরোয়ার জাহান বাদশা বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। জুনিয়র কিছু ছেলেরা একটু হট্টগোল করেছিল। পরে বিষয়টি সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরী বলেন, রাতে আমি প্রায় এক হাজার কর্মী-সমর্থক নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যাই। সেখানে ফুল দেওয়ার জন্য মাইকে সবার নাম ঘোষণা করা হলেও আমার নাম না বলায় কর্মী-সমর্থকরা হট্টগোল করেছিল।
কুষ্টিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, শ্রদ্ধা নিবেদনে গিয়ে শহীদ মিনারে হট্টগোলের ঘটনাটি দুঃখজনক। শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনে আগে-পরে নিয়ে প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে আমাদের।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, হট্টগোলের সৃষ্টি হচ্ছিল। পরে বিষয়টি সমাধান হয়ে যায়।
আল-মামুন সাগর/এমআরআর/জেআইএম