অবসরের আগেই চলে গেলেন পুলিশ কর্মকর্তা শহিদুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম মারা গেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অবসরের আগেই চলে গেলেন পুলিশ কর্মকর্তা শহিদুল

তিনি বলেন, শহিদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের চরবনবাড়িয়া গ্রামে। তিনি ১৯৮৬ সালের ২৩ নভেম্বর পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। পুলিশ পরিদর্শক পদে পদোন্নতির পর ২০২২ সালের ২০ মে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগ দেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।