ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাইশা রহমান মোহনা (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে শহরের বগুড়া-লালমনিরহাট রেললাইনের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রী শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মঞ্জুরুল রহমানের মেয়ে। সে সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের ছাত্রী। তবে পরিবারসহ সে বগুড়া শহরের কাঠনাড়পাড়া এলাকায় থাকতো৷

আরও পড়ুন: প্রেমিকের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা 

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেস চেলোপাড়া এলাকায় পৌঁছালে মাইশা ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। কোনো অভিমান থেকে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।