বড় ভাইয়ের লাঠির আঘাতে কিশোরীর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে সুলতানা আক্তার মীম (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুলতানা আক্তার মীম ওই গ্রামের আবু সাইদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় বড়ভাই মামুন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাম্পত্য কলহের জেরে কিছুদিন আগে সুলতানা আক্তার মীমের তালাক হয়। তালাকের পরও সাবেক স্বামীর সঙ্গে মীম যোগাযোগ অব্যাহত রাখলে বড়ভাই মামুন ক্ষিপ্ত ছিলেন। এ নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
আরও পড়ুন: বাড্ডায় বিষপানে কিশোরীর মৃত্যু
বুধবার সকালে এনিয়ে মীম-মামুনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন মীমকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে আটক করা হয়।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস