ক্রিকেটে প্রীতি ম্যাচ বিএসএফকে হারালো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ভাষা শহীদদের শ্রদ্ধা ও দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মৈত্রী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বিএসএফ জওয়ানদের ১২ রানে পরাজিত করেন বিজিবি সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে মেহেরপুরের মুজিবনগর ব্যাটালিয়নের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত ব্রহ্মনগর ৮২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নদীয়া অঞ্চলের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার।

১২ ওভারের খেলায় বিজিবির ১০৩ রানের দেওয়া টার্গেটে বিএসএফ ৯১ রান করে। অর্থাৎ বাংলাদেশের কাছে ভারত ১২ রানে পরাজিত হয়। আর তিন উইকেট নিয়ে এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজিবির সিপাহী রিফাত হোসেন। এছাড়া সেরা ক্যাচ নেন ল্যান্স নায়েক আশিক ও ৫১ রান করে সেরা ব্যাটার হন বিজিবির সিপাহি অনুজ বিশ্বাস। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বিজিবির সিপাহী শাহীন ও বিএসএফের এএসআই মনিষ রায়।

খেলা শেষে বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. অতুল ফুলজেলে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান, চুয়াডাঙ্গা ৬-বিজিবির অতিরিক্ত পরিচালক ইমরান আলীসহ বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. অতুল ফুলজেলে বলেন, খেলায় হারজিত থাকবে। আজকের খেলা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করবে। আমরা ২০২২ সালেও দুটি ফুটবল ও দুটি ভলিবল ম্যাচ খেলেছি। এ বছর মৈত্রী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। ভবিষ্যতে আরও প্রীতি ম্যাচ আমরা খেলবো। এতে বিজিবি ও বিএসএফ মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে বলে আমি আশা রাখি।

বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন বলেন, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা ও দুদেশের সম্পর্ক আরও সুদূঢ় করতে এ খেলার আয়োজন। খেলায় দুদেশই জয়ী হয়েছে ভালো সম্পর্ক গড়ে। মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। এরকম প্রীতি ম্যাচ খেলা আগামীতেও অব্যাহত থাকবে।

এই প্রীতি ম্যাচ শেষে বিজিবি জওয়ানদের দুপুরের খাবার খাওয়ানো শেষে নানা আনুষ্ঠানিকতায় রাজকীয় অভ্যর্থনা ও বিদায় দেন বিএসএফ জওয়ানরা।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।