কুষ্টিয়ায় দুই চরমপন্থির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

কুষ্টিয়ায় হত্যা মামলায় দুই চরমপন্থির মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে সজিব বিশ্বাস ও বালিয়াপাড়া গ্রামের মৃত জানে আলীর ছেলে রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ত্রিশালের মুকুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার কমিরপুর গ্রামের মৃত ওয়াহেদ জোয়াদ্দারের ছেলে জমির জোয়াদ্দার, বালিয়াপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডলের ছেলে সদর উদ্দিন, একই এলাকার আব্দুল আজিজের ছেলে আনিচুর রহমান ও মো. দিদার আলীর ছেলে সুমন আলী।

আদালতের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ১ জানুয়ারি গভীর রাতে চরমপন্থি সন্ত্রাসীরা ফিরোজ মোল্লা নামের একজনকে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটে ঝুলিয়ে রাখে। পরদিন কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা রফিকুল ও সজিবকে গ্রেফতার করলে তারা ফিরোজ মোল্লাকে হত্যার কথা স্বীকার করেন। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করেন।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।