বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার
সেনাবাহিনীর অভিযানে পাঁচ পাহাড়ি সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে নিরপত্তা বাহিনী। টানা চার ঘণ্টার এ অভিযানকালে মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে আটক সন্ত্রাসীদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমন্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে এ কে ৪৭ রাইফেল একটি, পয়েন্ট ২২ মিলিমিটার রাইফেল একটি, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি অ্যামোনেশন ৩৬ রাউন্ড, লং ব্যারেল ১টি, মর্টারশেল ৪টি, এ কে ৪৭ অ্যামোনেশন ৭ রাউন্ড, এম-১ রাইফেল একটি, এম-১ অ্যামোনেশন ২৪ রাউন্ড ও মাইন তৈরির সরঞ্জামাদি ছাড়াও ওয়াকিটকি ২টি, বান্ডুলার ৬টি, ইউনিফর্ম ৫ জোড়া, মোবাইল সেট ৬টি, কাচের বোতল ৩৭টি ও ভারতীয় মুদ্রা ১১০ রুপি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে গুইমারা রিজিয়নের অধীন মানিকছড়ি-ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকার বাসিন্দা রমজান আলীর পরিবারকে জিম্মি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে অবস্থান গ্রহণ করে। তিনদিন ধরে রমজান আলী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের না হলে স্থানীয়রা খবর নিয়ে বিষয়টি জানতে পেরে নিরাপত্তা বাহিনীকে জানান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। টানা চার ঘণ্টা অভিযান শেষে ওই বাড়ি থেকে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।
এ সময় বসতঘরের চৌকির নিচে স্তূপ করে রাখা মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া জিম্মি অবস্থায় থাকা রমজান আলীর পরিবারের পাঁচ সদস্যকেও উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী এবং উদ্ধার গোলাবারুদ চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস