ফেসবুকে কমেন্টের জেরে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
ভুক্তভোগী ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ নয়ন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টের জেরে জামালপুরের বকশীগঞ্জে নূর মোহাম্মদ নয়ন (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন ওই এলাকার ফোটা মিয়ার ছেলে এবং বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় ডাকাতির ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ২ ফেব্রুয়ারি জেলহাজতে পাঠানো হয়।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুপুরে তার স্ত্রী মাফিয়া ইসলাম রুমকী সংবাদ সম্মেলন করেন। খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ফেসবুক পোস্টের একটি কমেন্টের জের ধরে অন্তর হাসান, শেখ ফরিদ ও স্বপন মন্ডলের নেতৃত্বে ১৪-১৫ জন ছাত্রলীগ নেতা নয়নকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মারধর করেন। নয়নের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। উদ্ধার করে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

মারধরের শিকার ছাত্রলীগ নেতা নয়নের দাবি, ‘ফেসবুক পোস্টে কমেন্টের জের ধরে শুক্রবার রাতে অন্তর মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেক নেয়। আমি বাইরে গেলে ১৫-১৬ জন আমার ওপর হামলা চালায়।’

উপজেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের পৌর শাখার সভাপতি সাইদুর রহমান লাল বলেন, ফেসবুকে কমেন্টের জেরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম সমর্থিত কিছু সন্ত্রাসী বাড়ির বাইরে ডেকে এনে মারধর করেন। এ ঘটনা এরই মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতিসহ উপজেলা আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে।

মারধরের বিষয়ে জানতে অভিযুক্ত অন্তর হাসানের মোবাইল নম্বরে কল দিলে তিনি ঘটনা মিথ্যা দাবি করে ফোন বন্ধ করে দেন। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম সভায় আছেন জানিয়ে ফোন কেটে দেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, এখনো এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।