বাবার সঙ্গে অভিমানে কিশোরের বিষপান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
ইয়াসিন আরাফাত

নেত্রকোনার দুর্গাপুরে বাবার সঙ্গে অভিমান করে ইয়াসিন আরাফাত (১৬) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ইয়াসিন পৌর শহরের খরস এলাকার আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ইয়াসিন নামাজে না যাওয়ায় তার বাবা বকা দেন। এতে অভিমান করে শুক্রবার দুপুরের দিকে বিষ পান করে সে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই শনিবার ভোর ৪টার মারা যায় ওই কিশোর।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

এইচ এম কামাল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।