তালা ভেঙে মেয়রের কার্যালয়ে চুরি, খোয়া গেলো শিক্ষাবৃত্তির টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
পৌর মেয়রের কার্যালয় পরিদর্শন করে পুলিশ

তালা ভেঙে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে কর্মচারীরা অফিসে এলে চুরির বিষয়টি নজরে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিসে এসে তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে আলমারি খোলা দেখেন। কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে আছে। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি নজরে আসে।

jagonews24

চুরির বিষয়ে পৌর মেয়র আনোয়ার আলী জাগো নিউজকে বলেন, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, মেয়রের কার্যালয়টি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা পর্যালোচনা করলে চুরির তথ্য পাওয়া যেতে পারে।

jagonews24

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জাগো নিউজকে বলেন, মেয়রের কার্যালয়ে চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আল-মামুন সাগর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।