শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নত দেশ গড়তে শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে। স্মার্ট দেশের সব কিছু হবে স্মার্ট। শিক্ষা ব্যবস্থা হবে স্মার্ট, প্রশাসন হবে স্মার্ট ও কৃষক হবে স্মার্ট। সেই সঙ্গে নাগরিকদেরও স্মার্ট হতে হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতে বিনা পয়সায় নতুন বই তুলে দেওয়া হয়েছে। অভিভাবকের কাছে মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। আমাদের শিক্ষাব্যবস্থা এখন অনেক আধুনিক।

আরও পড়ুন: দেশে খাদ্যের অভাব নেই, মঙ্গাও নেই: খাদ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। ভালো দিক গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মমতাজ হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন মিলন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ বক্তব্য দেন।

আব্বাস আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।