মাটিরাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষ

ট্রাকচালক নিহত, প্রাণে রক্ষা ৪০ বাসযাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

jagonews24

এসময় শান্তি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আটকে গেলে প্রাণে রক্ষা পায় ৪০ যাত্রী।

আরও পড়ুন: নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩, আহত ২০

কামাল উদ্দিন নামের এক বাসযাত্রী বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আটকে গেলে আমরা বাসে থাকা যাত্রীরা বেঁচে যাই। একটি গাছ আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।

jagonews24

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মারা গেছে। তার মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি গাছের সাথে আটকে গিয়ে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।

মুজিবুর রহমান ভূঁইয়া/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।