চুয়াডাঙ্গায় মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ আল মামুন নামের এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী এ আদেশ দেন। আব্দুল্লাহ আল মামুন জেলার দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ২০১৭ সালের ৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দর্শনার দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের সঙ্গে লাগোয়া দোকানের কাঠের বাক্স থেকে তিন কেজি ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার নামে মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ২০১৭ সালের ৬ আগস্ট আব্দুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানির সময় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন। পরে রোববার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।