মেলান্দহে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
জামালপুরের মেলান্দহে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এসময় আরও এক শিক্ষক আহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার রমজান আলীর ছেলে। তিনি ভবসুর মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, আমিনুল ইসলাম দুপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা জেলা পর্যায়ের অনুষ্ঠান শেষে দেওয়ানগঞ্জে ফিরছিলেন। জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিনুল ইসলাম।
এসময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক সুমন মিয়া (৩৮) আহত হন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরপাড়া মজিবুর রহমানের ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস