খাগড়াছড়িতে দুস্থদের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

অসহায় ও দুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, খাদ্যসামগ্রী, শিক্ষা সহায়তা ও শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) পলাশপুর জোন সদরে মানবিক এ সহায়তা বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন।

ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সেনাবাহিনী ও বিজিবি বরাবরই অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনী ও বিজিবির মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় পলাশপুর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত ছাড়াও সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা পেয়ে অযোধ্যা এলাকার বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল করিম বলেন, অর্থাভাবে ঘরটি মেরামত করতে পারছিলাম না। বিজিবি ঢেউটিন দিয়ে সে সুযোগ করে দিলো।

যুদ্ধকুমার পাড়ার বীরজয় ত্রিপুরা বলেন, বিজিবির দেওয়া টিন দিয়ে আমার ঘরে নতুন চালা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।