ভৈরবে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার
প্রতীকী ছবি
ভৈরবে নবনির্মিত বিসিক শিল্প এলাকায় নতুন সংযোগ দেওয়ায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব বাজার সংলগ্ন মুসলিমের মোড় থেকে কুলিয়ারচর পর্যন্ত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকায় গ্যাসে লাইনে চাপ কম থাকতে পারে।
আরও পড়ুন: শতভাগ রপ্তানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের সুপারিশ
এ বিষয়ে ভৈরব জোনাল অফিসের ম্যানেজার কাইছার আলম জাগো নিউজকে জানান, বিসিক শিল্প এলাকায় নতুন গ্যাস সংযোগ প্রদানের জন্য মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভৈরব বাজার সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজীবুল হাসান/আরএইচ/এমএস