কুড়িগ্রামে ২০ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০১:৫৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

মাদক ও চুরিসহ ২০ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের কুড়িগ্রামে তাকে গ্রেফতার করা হয়। তার নাম লিমন (৪৮)। তিনি পৌর শহরের জলিল বিড়ি মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতার লিমনের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ২০টি মামলা রয়েছে। সেই মামলার ওয়ারেন্ট মূলে তাকে শহরের জলিল বিড়ি মোড় চৌধুরী পাড়া থেকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলার ‘কুখ্যাত চোর ও মাদক কারবারি’ লিমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ মোট ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ফজলুল করিম ফারাজী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।