নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গিয়ে প্রাণ গেলো মালিকের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্কুর আলী (৫০) নামে এক সিএনজি গাড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলী ওই এলাকার মৃত মোজাম্মেল শিকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জে সিএনজি গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিনি তার নিজ নির্মাণাধীন বাড়ির এক তলার ছাদে পানি দিচ্ছিলেন। ওই সময় ছাদের কিনারায় থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বারাকাহ হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, আজ বিকেলের দিকে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।