লালমনিরহাটে ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০১ মার্চ ২০২৩
দণ্ডপ্রাপ্তদের পুলিশ ভ্যানে তোলা হচ্ছে

লালমনিরহাটে জামাত উল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে জেএমবির পাঁচ সদস্যের পৃথক পাঁচটি রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রবিউল হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।