লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০১ মার্চ ২০২৩

লালমনিরহাট সদর উপজেলার বুড়িরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় লালমনিরহাট-মহেন্দ্রনগরের আঞ্চলিক সড়কের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম (৩৫) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর খেতাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে। অপর নিহতের পরিচয় জানা যায়নি।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহর থেকে অটোরিকশায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ি বাজারে পৌঁছালে অপরদিকে থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

এছাড়া আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জাগো নিউজকে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


রবিউল হাসান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।