১০০ বোতল ফেনসিডিলসহ আটক, নারীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০২ মার্চ ২০২৩
ফাইল ছবি

যশোরে মাদক মামলায় আছারুন্নেছা নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) জেলার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আছারুন্নেছা চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের শহর আলীর মেয়ে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জিএম মুসা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের বেনাপোল সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামে বিপুল পরিমাণ ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে। ২০১১ সালের ৯ জুলাই পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। ওই অভিযানে আছারুন্নেছার বাড়িতে খাটের নিচে বস্তাভর্তি একশ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন চৌগাছা থানায় মামলা করেন। একই সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী শেখ তদন্ত শেষে আছারুন্নেছার বিরুদ্ধে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আছারুন্নেছার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও দুইমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।