নববধূকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৩ মার্চ ২০২৩

বিয়ের চারদিন পর মোটরসাইকেলে স্ত্রী নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো শামীম (২২) নামের এক যুবকের। এসময় স্ত্রীসহ আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কেরু কৃষি খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শামীম সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় স্ত্রী সোনিয়া ও শ্যালকের স্ত্রী শেফালীকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন শামীম। তারা উপজেলার বলদিয়া গ্রাম থেকে হিজলগাড়ী বাজারের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি কেরুর কৃষি খামারের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণ করেন।

গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের মেয়ে সোনিয়া খাতুনের সঙ্গে শামীমের বিয়ে হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, শামীমকে মৃত ঘোষণা করা হয়েছে। সোনিয়ার অবস্থাও আংশকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শেফালী খাতুন শঙ্কামুক্ত।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।