মামির সঙ্গে ভাগনের পরকীয়া

শরীয়তপুরে নিহত রুবেলের স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৩ মার্চ ২০২৩

শরীয়তপুরে পরকীয়ার জেরে নিহত রুবেল খানের স্ত্রী শিমলা আক্তারকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে ভেদরগঞ্জ পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সখিপুর থানাপুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রুবেল খানের স্ত্রী শিমলার সঙ্গে তার ভাগনে রাজিবের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। একদিন স্ত্রীকে ভাগনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রুবেল। এ ঘটনায় বাদানুবাদের একপর্যায়ে রুবেলের পেটে ছুরিকাঘাত করেন ভাগনে রাজিব। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১ মার্চ) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল খান। পরে ওইদিন রাতেই রাজিবকে আটক করে পুলিশ।

এ ঘটনায় নাতি ও পুত্রবধূসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহত রুবেলের বাবা হাসু খান।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, শিমলা আক্তারকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজিব মামির সঙ্গে পরকীয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।