গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো তরুণীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৬ মার্চ ২০২৩
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ৮টায় তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

এলাকাবাসী জানায়, ঢাকা-রাজশাহী রেললাইনের ভুরুলিয়া তিতাস গ্যাস অফিসের পিছনে ট্রেনের কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়। এলাকাবাসীর খবরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজাউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। ধারণা করা হচ্ছে রেললাইন অতিক্রম করার সময় কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।